বৃহস্পতিবার দুপুরে খোয়াই পূর্তদপ্তরের সরকারী আবাসের একটি ঘড়ে খোয়াই জেলার
সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন খোয়াই জেলার জেলা
সভাধিপতি জয়দেব দেববর্মা। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক রাজিব
দত্ত সহ বিভিন্ন সরকারি দপ্তরের অধিকারিকরা।
খোয়াই জেলার সখী ওয়ান স্টপ
সেন্টারের চেয়ারম্যান হলেন খোয়াই জেলার জেলা শাসক ও আধিকারিক হলেন জেলার
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় রূপিণী।
মহিলাদের ১০০ শতাংশ সুরক্ষা দিতে কেন্দ্রিয় সরকার এই প্রকল্প চালু করেছে।
মুলত নির্যাতিত মেয়ে ও মহিলারা এই সখী ওয়ান স্টপ সেন্টার থেকে সকল ধরনের
সহায়তা পাবেন। খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক রাজিব দত্ত সংবাদ
প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সখী ওয়ান স্টপ সেন্টারের গুরুত্ব তুলে ধরেন।
0 মন্তব্যসমূহ