রানিরবাজার থানার অন্তর্গত মেঘলিপাড়া কাঁঠালছড়া এলাকার রেল লাইনের পাস থেকে
উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম আলকাস হোসেন।বয়স আনুমানিক ২৫
বছর। তার বাড়ি মেলাঘড় থানার অন্তর্গত খাসচৌমুহনি এলাকায়। সোমবার সকালে
মেঘলিপাড়া কাঁঠালছড়া এলাকার লোকজনের নজরে পড়ে মৃত দেহতি। সাথে সাথে খবর
দেওয়া হয় রানিরবাজার থানার পুলিশকে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে
পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য
হাসপাতালে পাঠায়। মৃতদেহের মাথায় ও দেহে আঘাতের চিহ্ন রয়েছে। রানিরবাজার
থানার এক এসআই জানান প্রাথমিক ভাবে মনে হচ্ছে রেল থেকে ছিটকে পড়ে এই যুবকের
মৃত্যু হয়েছে। তবে এই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে
প্রশ্ন উঠতে শুরু করেছে।
সাধারণত রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হলে কোন মামলা
হয় না। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আলকাস হোসেনকে হত্যা করে রেল লাইনের
পাশে এনে মৃতদেহ ফেলা হয়নি তো? স্বাভাবিক ভাবেই আলকাস হোসেনের মৃত্যুকে
কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
0 মন্তব্য