যোগেন্দ্রনগর সুকান্ত কলোনি এলাকা থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ।
মৃত যুবকের নাম কৃষ্ণ দাস। পেশায় আলমারি তৈরি করত।
বৃহস্পতিবার সকালে বারি
থেকে কিছুটা দূরে এক পুকুরের পাড়ে গাছে ঝলন্ত অবস্থায় উদ্ধার হয় তার
মৃতদেহ। মৃত যুবকের বোন জানান বুধবার বিশ্বকর্মা পুজোর দিন রাতে বারি থেকে
বের হয় কৃষ্ণ দাস। তাকে বারি থেকে বের হতে নিষেধ করেছিল বোন। কিন্তু তার
পরেও সে বারি থেকে বের হয়। রাতে ফিরে না আসায় শুরু হয় খোঁজ। কিন্তু কোন
খোঁজ মেলেনি কৃষ্ণ দাসের।
অবশেষে বৃহস্পতিবার সকালে পুনরায় তার মা ছেলের
খোজে বের হন। বারি থেকে কিছুটা দূরে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তিনি।
খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।
0 মন্তব্যসমূহ