
৩৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে
রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় সোমবার। বাধারঘাট মাতৃপল্লীতে হয় এই
রাজ্য ভিত্তিক কনভেনশন। বক্তব্য রাখতে গিয়ে সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের
সাধারন সম্পাদিকা সুস্মিতা দেব জানান রাজনীতিতে মহিলারা ব্যাপক ভাবে
ভূমিকা গ্রহণ করছে। সেই ক্ষেত্রে রাজ্যে কংগ্রেস দলকে ঘুরে দাড়াতে
মহিলাদের একটা বড় ভূমিকা থাকবে। এই রাজ্যে মহিলাদের সংগঠন দুর্বল ছিল। এখন
তা অনেকটাই শক্তি শালী হয়েছে।

আগামী এক বছর মহিলা কংগ্রেস আরো শক্তি শালী
হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কংগ্রেস মুক্ত ভারত হবে না। তবে বিশেষ কিছু
কারনে কংগ্রেস এখন পিছিয়ে রয়েছে বলে জানান সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের
সাধারন সম্পাদিকা সুস্মিতা দেব । উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি প্রদ্যোৎ
কিশোর দেব বর্মণ, কংগ্রেস নেত্রি প্রজ্ঞা দেব বর্মণ সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ