
দীর্ঘ ২২ বছর যাবৎ মিজোরাম থেকে উদ্বাস্তু হিসাবে ব্রু জনজাতি গোষ্ঠীর
মানুষেরা উত্তর ত্রিপুরার বেশ কিছু শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে রয়েছে।
তাদের সঙ্গে বিভিন্ন সময় বঞ্চনা করা হয়েছে। প্রায় ৪০ হাজার ব্রু জনজাতি
গোষ্ঠীর মানুষেরা এই শিবির গুলিতে রয়েছেন। এই ক্ষেত্রে মিজোরাম সরকার কোন
পদক্ষেপ নেয়নি। তাদের রোজগারের কোন ব্যবস্থা নেই। নেই পানীয় জল সহ একাধিক
সুবিধা। এই ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে তাদের স্ব ভূমে ফিরাতে
উদ্যোগ নিয়েছে। কিন্তু তাদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করে তবেই স্ব ভূমে
প্রত্যার্পন প্রক্রিয়া সম্পন্ন করুক সরকার। এই দাবি তুলে সোচ্চার হয়েছে
ভারত হিতরক্ষা অভিযান।
ইতিমধ্যেই এই দাবিতে গন স্বাক্ষর সংগঠিত করে
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এই কর্মসূচীর অংগ হিসাবে সারা দেশ থেকে
১০৯ জন সদস্য রাজ্যে এসেছেন। বুধবার ভারত হিতরক্ষা অভিযানের এক সদস্য দল
রাজ্যপালের কাছে তাদের দাবি সনদ তুলে দেন। একই দাবির বিষয়ে মুখ্যমন্ত্রীকে
অবগত করা হবে বলে জানান। এর আগে সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে
ভারত হিতরক্ষা অভিযানের সদস্যরা।
0 মন্তব্যসমূহ