উপ নির্বাচনে একই দিনে মনোনয়ন জমা দিল কংগ্রেস প্রার্থী রতন দাস। এদিন
প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে কংগ্রেস প্রার্থীকে সামনে রেখে মিছিল
সংগঠিত করে দল।
এই মিছিলে অনুপস্থিত ছিলেন পিসিসি সভাপতি ও কৈলাশহরের
প্রাক্তন পিসিসি সভাপতিও। মিছিল শহর পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের
সামনে যায়। সেখান থেকে কংগ্রেস প্রার্থী রতন দাস গিয়ে মনোনয়ন জমা দেন আর ও
তথা পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক তরুণ দেববর্মার কাছে। জয়ের ব্যাপারে
একশ শতাংশ নিশ্চিত বলে জানান তিনি।
বুধবার থেকে বারি বারি প্রচারে নামবেন
বলে জানান প্রার্থী রতন দাস। আগামী দিনে বেকারদের নিয়ে আন্দোলনে থাকবেন বলে
আসা ব্যক্ত করেন কংগ্রেস প্রার্থী।
0 মন্তব্যসমূহ