১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর দিন
বুধবার বাড়ি বাড়ি প্রচারে বের হলেন কংগ্রেস দলের প্রার্থী রতন দাস। এদিন
দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডুকলী ব্লক এলাকায়
প্রচার চালান প্রার্থী রতন দাস। প্রত্যেকটি বারিতে গিয়ে ব্যাপক সারা
পাচ্ছেন বলে দাবি করেন তিনি।
কংগ্রেস প্রার্থী হিসাবে এলাকার মানুষ তাকে
গ্রহন করেছে বলে জানান প্রার্থী রতন দাস। তবে ভোট দানের পরিবেশ থাকবে না
বলে আশঙ্কা প্রকাশ করেন ক্ষোদ কংগ্রেস প্রার্থী। তবে প্রার্থীর এই বক্তব্য
ঘিরেই গুঞ্জন শুরু হয়ে গেছে। তবেকি নির্বাচনে ফলাফলের আগাম পূর্বাভাস পেয়েই
এই ধরনের বক্তব্য রাখছেন কংগ্রেস প্রার্থী এই নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে।
এই বাড়ি বাড়ি প্রচারে এদিন কংগ্রেস দলের কোন প্রদেশ নেতৃত্বকে দেখা যায়নি।
0 মন্তব্যসমূহ