
বাধারঘাট বিধানসভা কেন্দ্রের আসন্ন উপ নির্বাচনে জয়ের প্রত্যাশা রেখে
প্রদেশ কংগ্রেস দল বৃহস্পতিবার নিরাপত্তা প্রদানের দাবি জানিয়ে রাজ্যের
নির্বাচন কমিশনের দারস্থ হয়।
এইদিন ৭ জনের একটি প্রতিনিধি দল চিফ ইলেকশন
অফিসারের সাথে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন। পরে প্রদেশ কংগ্রেস ভবনে এক
সাংবাদিক সম্মেলন করে জানান, প্রদেশ কংগ্রেস দল পূর্বের অভিজ্ঞতা জেরে
বৃহস্পতিবার বেস কিছু দাবি তুলে ধরেন নির্বাচন কমিশনের কাছে। এর মধ্যে
উল্লেখযোগ্য দাবি হল বাধারঘাট কেন্দ্রের জনগণ যাতে ২৩ সেপ্টেম্বর সম্পূর্ণ
নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট দিতে পারে তা সুনিশ্চিত করা । এছাড়াও পুলিং
স্টেশনগুলির বাইরে সি সি ক্যামারা সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনি দ্ধারা
আটোসাটো নিরাপত্তা ব্যবস্হার দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে।
প্রদেশ
কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের -মুখপাত্র
হরেকৃষ্ণ ভৌমিক এই কথা জানান। পাশাপাশি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি
বিরজিৎ সিনহা বলেন, আসন্ন বাধারঘাট কেন্দ্রে কংগ্রেস জয়ী হবে তা একপ্রকার
নিশ্চিত।
0 মন্তব্যসমূহ