
রাজ্য সরকার নতুন করে মদের লাইসেন্স ও বার খোলার লাইসেন্স দেওয়ার
সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী
যীষ্ণু দেববর্মা এই সংবাদ জানিয়েছেন। বিধায়ক সুদীপ রায় বর্মণের আনিত
একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের উপর জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী
জানিয়েছেন, রাজ্যে নিজস্ব রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এবং পর্যটন বিকাশকে
সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তা দেওয়া হবে বিভিন্ন শর্ত
সাপেক্ষে এবং সীমিত পরিমাণে। যদিও বিধায়ক শ্রী রায় বর্মণ সরকারের এই
সিদ্ধান্তের বিরোধীতা করেছেন।
তিনি বলেছেন, এর ফলে মুখ্যমন্ত্রীর
নেশামুক্তি অভিযান ব্যাহত হবে। তিনি সরকারের এই সিদ্ধান্ত বিবেচনা করার
আবেদন জানান। একই ভাবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছেন সিপিএম
বিধায়ক ভানুলাল সাহা। অন্যদিকে সরকারের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন
বিধায়ক রতন চক্রবর্তী ও বিধায়ক দিলীপ দাস।
0 মন্তব্যসমূহ