
নাবালিকার শ্লীলতাহানি, থানায় মামলা্ ,আসামি পলাত্ক, আবারো এক নাবালিকার শ্লীলতাহানীর
ঘটনা ঘটলো ধর্মনগর থানাধিন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় 10 বছরের
নাবালিকা তার দিনমজুর বাবার জন্য বুধবার দুপুরে রুস্তম
আলী 45 বছর'র দোকানে জিনিষ আনতে যায়
অভিযোগ তাকে ভালো ভালো খাবার দেখিয়ে পেছনের ঘরে নিয়ে যায় অভিযুক্ত
রোস্তম আলী সে যখন বুঝতে পারে রুস্তম এর উদ্দেশ্য ঠিক নয় তখন বাধা দিতে গেলে
রুস্তম থাকে ভয় দেখায় কিন্তু নাবালিকা টি সেখান থেকে
ভয় কে উপেক্ষা করে দৌড়ে দোকানের বাইরে এসে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে তার মাকে জানায় ঘটনা। নাবালিকাটি তার মাকে আরো
জানায় যে আরও একদিন রুস্তম থাকে বদ উদ্দেশ্যে তাকে
ধরে ছিল কিন্তু সে ভেগে চলে আসে।
ঘটনা শোনার পর বুধবার
বিকেলে নাবালিকার অভিভাবক ধর্মনগর মহিলা থানায় একটি মামলা করেন। যার মামলা নম্বর 29। ধর্মনগর
থানা থেকে মহিলা পুলিশ এলাকায় যায় রুস্তমের খোঁজে। কিন্তু পুলিশ তাকে আটক করতে পারেনি পুলিশ আসছে আচ পেয়ে পালিয়ে যায় ।
0 মন্তব্য