
রাজধানীর পশ্চিম আগরতলা থানার অন্তর্গত লঙ্কামুরা এলাকায় ফের ধর্ষণের
শিকার এক নাবালিকা। ন্যাক্কার জনক এই ঘটনাটি ঘটে বুধবার। এইদিন রাতেই
পশ্চিম আগরতলা থানায় অভিযুক্ত যুবক অভিজিৎ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে।
ঘটনার বিবরণে জানাযায় বুধবার
দুপুরে অভিযুক্ত নাবালিকাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে
নাবালিকা ঘটনার কথা বাড়ির লোকজনদের জানায়। তারপরই প্রতিবেশীরা অভিযুক্তকে
আটক করে বেধে রাখে। কিন্তু অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়।
রাতে পশ্চিম
মহিলা থানায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরও পুলিস ঘটনার
তদন্তে নেমে অভিযুক্তকে আটক করে। বৃহস্পতিবার অভিযুক্ত অভিজিৎ ঘোষকে আদালতে
সোপর্দ করা হয়। আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয়।
0 মন্তব্য