
পারিবারিক কলহের জেরে আত্মহত্যা গৃহবধুর। ঘটনা উদয়পুর মহকুমার বাগমা
বারবাইয়া বরুন কলোনি এলাকায়।
সংবাদ সুত্রে জানা যায় অমরপুর থাকছড়ার
নিবাসি সঙ্গীতা শর্মার সাথে বিয়ে হয়েছিলো বারবাইয়ার বরুন কলোনীর প্রান
গোবিন্দ শর্মার । বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়
বিভিন্ন বিষয় নিয়ে। এলাকাবাসীর অভিযোগ প্রান গোবিন্দের মা মমতা শর্মা এবং
প্রান গোবিন্দ মিলে প্রায়ই গৃহবধুর উপর শারিরীক এবং মানসিক অত্যাচার
চালাতো।
শনিবারও এমনি এক ঘটনা ঘটে। বন্ধনের টাকা দেওয়াকে কেন্দ্র করে
প্রথমে তাদের মধ্যে ব্যবসা বাঁধে। পরবর্তী সময়ে স্বামী বাড়ি থেকে চলে
যাওয়ার পর শ্বশুরি এবং গৃহবধুর মধ্যে বাগবিতণ্ডা হয়। একটা সময়
শ্বাশুড়ি গৃহবধূকে খুব মারধোর করে বলে অভিযোগ। পরে লজ্বায় সঙ্গিতা শর্মা
ঘরে প্রবেশ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে এলাকাবাসীর অভিযোগ
এটি আত্মহত্যা না হত্যা তা নিয়ে সংশয় রয়েছে। পুলিশ একটি মামলা নিয়ে
তদন্ত শুরু করেছে।
0 মন্তব্যসমূহ