
রাজধানি থেকে ফের উদ্ধার হল নেশা সামগ্রী। পশ্চিম থানার পুলিশ লংকামুড়ার
মালাকার পাড়া থেকে উদ্ধার করে হেরোইন, নেশার ট্যাবলেট ও কফ সিরাপ।
অ্যাডিশনাল এস পি মিহির লাল দাস ও ডি এস পি ধ্রুব নাথের নেতৃত্বে লংকামুড়ার
মালাকার পাড়াতে অভিজান চালানো হয়। সঙ্গে ছিলেন পশ্চিম থানার ওসি ।
এই নেশা
বিরোধী অভিজান চালানো হয় মালাকার পাড়ার বাসিন্দা মানিক দাস ও যদু বনিকের
বাড়িতে। পুলিশি অভিযানের আচ পেয়ে পালিয়ে যায় দুজন। তাদের বাড়িতে অভিজান
চালিয়ে উদ্ধার হয় চার প্যাকেট হেরোইন, ১৪৩ বোতল কফসিরাপ, ৯৮৫ টি নেশার
ট্যাবলেট সহ ৩০৫০ টাকা। উদ্ধার হওয়া নেশা সামগ্রী বাজার মূল্য ২০ লক্ষাধিক
টাকা বলে জানায় পুলিশ।
0 মন্তব্যসমূহ