
সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস – এই বার্তা রেখে দেশের প্রধান মন্ত্রী
নেতৃত্বে দেশ যেমন এগিয়ে যাচ্ছে ঠিক একই ভাবে রাজ্যের মুখ্য মন্ত্রীর
নেতৃত্বেও রাজ্য এগিয়ে চলেছে। এর মূল লক্ষ্য হল রাজ্যকে স্ব নির্ভর করে
তোলা। সোমবার টাউন হলে গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন
লিমিটেডের উদ্যোগে ভিটামিন এ এবং ডি –র গুনমান সম্পন্ন দুধের পাউচ
প্যাকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিধায়ক রতন
চক্রবর্তী। তিনি আরো বলেন রাজ্যকে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার ও জনগণ
এক সঙ্গে কাজ করা জরুরি। রাজ্যে পুরনো অভ্যাস ত্যাগ করে কাজের
প্রতিযোগিতায় নামতে হবে। তাহলেই রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে।
উপস্থিত ছিলেন
বিধায়ক রাম প্রসাদ পাল, টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায় সহ
অন্যান্যরা। বর্তমানে ১ লক্ষ ৪৮ হাজার ৭৪ টন রাজ্যে উৎপাদন হয়। কিন্তু
প্রয়োজন ২ লক্ষ ১৩ হাজার ২৮৯ টন। গোমতী বিগত সময়ে প্রতিদিন সংগ্রহ করত ৩
হাজার লিটার। এই সংগ্রহ বর্তমানে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০ হাজার লিটার।
বছরে ৪০ কোটি রাজ্যে প্রয়োজন। বিগত সরকারের আমলে ২৬ কোটী ডিম উৎপাদন হত।
বর্তমানে ২৭ কোটি ৬০ লক্ষ ডিম উৎপাদিত হয় রাজ্যে।
0 মন্তব্য