About Me

header ads

রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির!

বৃহস্পতিবার সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির ।  ঘটনা উদয়পুরের পেরাতিয়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায় । রেলের নীচে কাটা পড়ে মৃত্যু হয় ব্যক্তির। মৃত ব্যক্তির নাম  কৃষ্ণ দেবনাথ, বয়স  45।  দেহ খন্ড বিখন্ডিত হয়ে যায় ।

ঘটনার খবর পেয়ে গর্জি ফাঁড়ি থানার ওসি বৌদ্ধ দেবর্মা  ছুটে যান  । ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় মৃতদেহ। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে । এই ঘটনায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ