About Me

header ads

ভারতের প্রথম মহিলা এয়ার ট্রাফিক কন্ট্রোলার ত্রিপুরার বিপাশা!

বলতে গেলে ভারতের ইতিহাসে ঐতিহাসিক সিদ্ধান্ত। এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে এই প্রথম কোনও মহিলার হাতে দায়িত্ব দেওয়া হল।

ইতিহাস রচনা করলেন ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম রঙ্গামুড়া গ্রামের ২৬ বছর বয়সি আদিবাসী যুবতী বিপাশা রঙ্গখাওয়াল।

মুম্বই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট করেন বিপাশা।

তারপর ২০১৭ সালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে এটিসি অ্যাসিসট্যান্ট হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। কিন্তু বাবার শরীর খারাপ হওয়াতে আগরতলা বিমানবন্দরে ট্রান্সফার নেন।

বিপাশা জানিয়েছেন, তাঁর বাবার ইচ্ছে ছিল একদিন এটিসিতে চাকরি করব। তাঁর ইচ্ছাকে স্বীকৃতি দিতেই এটিসি পোস্টের জন্য অ্যাপ্লাই করেন। কিন্তু ইন্টারভিউ বোর্ডে কেমন প্রশ্ন হতে পারে তার কোনও আইডিয়া ছিল না। ইন্টারভিউতে চান্স পেতে নিজেই জব প্রোফাইল নিয়ে রিসার্চ করতে থাকেন।

এরপর ইন্টারভিউতে পাশ করে ৬ মাসের ট্রেনিংয়ে যুক্ত হন।

তাঁর কথায়, ‘এটিসির গাইডিং এয়ারক্রাফ্টে বসতে পেরে আমি সত্যিই গর্বিত। সবচেয়ে কঠিনতর চাকরির মধ্যে এটিসি অন্যতম। হাজার হাজার যাত্রী বোঝাই উড়ানগুলিকে সঠিক দিক নির্দেশ দেওয়াটাই আমাদের মুখ্য ও কঠিন কাজ। আমাদের ভুলে কয়েক সেকেন্ডে ঘটে যেতে পারে দুর্ঘটনা’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ