
চার রাজ্যের বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। উত্তর
প্রদেশ, কেরল , ছত্তিশগড় এবং ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্র উপ নির্বাচন।
উত্তর প্রদেশের হামিরপুর, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, কেরলের পালা,
ত্রিপুরার ভাদরগড়ে হবে ভোট। ২৩ সেপ্টেম্বর ভোট এবং সব কেন্দ্রেই গণনা হবে
২৭ সেপ্টেম্বর। ভোটের বিজ্ঞপ্তি জারি করতে হবে ২৮ অগস্ট বুধবার। মনোনয়ন
পত্র জমার শেষ তারিখ ৪ সেপ্টেম্বর বুধবার। এবং মনেনয়ন পত্র প্রত্যাহারের
শেষ দিন ৭ সেপ্টেম্বর শনিবার।
ভোটের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে কোনও
সরকারি প্রকল্পের কাজ আর করা যাবে না এই চার কেন্দ্রে। নবরাত্রির আগেউ
উপনির্বাচন প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে মোদী সরকার। তারপরেই কোমড়
বেঁধে কাশ্মীর ভোটের প্রস্তুিত শুরু করে দেবে বিজেপি।
0 মন্তব্যসমূহ