
একের পর এক চুরির ঘটনায় রাতের ঘুম উবে গেছে কদমতলা এলাকার বাসিন্দাদের।
কদমতলায় কালী মন্দিরে চুরির রেস কাটতে না কাটতে রবিবার রাতে এক মোটর
পার্টসের দোকানে হানা দেয় চোরের দল। দোকান থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার
সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল।
রবিবার রাতে কদমতলার মোটরপার্টস
ব্যবসায়ী কাজল নাথের দোকান থেকে মোটর পার্টস, ব্যাটারি সহ অন্যান্য
সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় কিছু সামগ্রী রাস্তায় ফেলে যায়
চোরের দল। সোমবার সকালে সকলের নজরে আসে চুরির ঘটনা। খবর দেওয়া হয় পুলিশকে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পর পর চুরির ঘটনায় কদমতলা
থানার পুলিশ একপ্রকার চ্যালেঞ্জের মুখে পড়েছে।
একের পর এক চুরির ঘটনার
পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছে। স্থানীয়রা
দাবি তুলেছে রাতের বেলায় এলাকায় পুলিশের টহলদারি বৃদ্ধি করা হোক। পাশাপাশি
হ্রাস টানা হোক চুরির ঘটনার।
0 মন্তব্যসমূহ