
একের পর এক চুরির ঘটনায় রাতের ঘুম উবে গেছে ধর্মনগর মহকুমার সাধারণ জনগণের।
শুক্রবার গভীর রাতে ধর্মনগর অফিসটিলাস্থিত কালীবাড়িতে হানা দেয় এক দল চোর।
ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকাল ভোরে কালীবাড়ির ভেতর থেকে ৪জনকে বেরিয়ে
যেতে দেখতে পায় এলাকার লোকজন। তারা চিৎকার দিলে চোরের দল পালিয়ে যায়। পরে
স্থানীয়রা মন্দিরের এসে দেখে মন্দিরের তালা ভাঙ্গা। খবর দেওয়া হয় মন্দিরের
পুরহিতকে। তিনি এসে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে জানান কালী মায়ের শরীরের
সোনা ও রুপার গহনা চোরের দল নিয়ে গেছে। অনুমানিক ৬ থেকে ৭ ভরি
স্বর্ণালঙ্কার চোরের দল নিয়ে গেছে বলে জানান মন্দিরের পুজারি।
0 মন্তব্যসমূহ