
ট্য়াটু করাবেন ভাবছেন অনেকদিন ধরেই?
কিংবা হাজারো পরিকল্পনার পর শেষ পর্যন্ত ট্য়াটুর শখ মিটিয়েছেন সদ্য়। তবে
আপনার সাধের ট্য়াটু-টির খেয়াল রাখতে হবে আপনাকেই। গরমকাল, চড়া রোদ, ত্বকের
সমস্য়া সব কিছু মাথায় রেখে ট্য়াটুর দেখভাল করুন সঠিক পদ্ধতিতে। ট্য়াটু
যখন করেছেন তখন অবশ্য়ই সেই ট্য়াটু শো-অফের জন্য়ই। তবে ট্য়াটু করার অন্তত
১৫-২০দিন একটু ধৈর্য ধরুন, ট্য়াটুর করা জায়গাটা শুকাতে সময় দিন কিছুদিন,
বেশ সাবধান থাকুন কয়েকটি বিষয়ে।
সদ্য ট্য়াটু করার পর রোদ লাগাবেন না ঐ
জায়গায়। তবে দিনের বেশিরভাগ সময়টাই যদি আপনাকে রোদের মধ্য়ে কাটাতে হয়,
সেক্ষেত্রে যতটা সম্ভব ট্য়াটু ঢেকে রাখাই ভাল। স্কার্ফ, রুমাল বা ফুল
স্লিভস জামা ব্য়বহার করুন রোদে বেরোনোর সময়। চড়া রোদে ট্য়াটুর কালার
স্প্রেড বা তা ফ্য়াকাশে হয়ে যেতে পারে, এ ছাড়াও ত্বকে অ্য়ালার্জি বা
অন্য়ান্য় সমস্য়া হওয়ার সম্ভবনা থাকে, ত্বকে মেলোনোমাও রোগ দেখা দিতে পারে।
রাস্তায় বেরোলে সান প্রোটেকটশনের
কথা মাথায় রাখুন, প্রতি দু-তিন ঘণ্টা অন্তর সানস্ক্রিন মেখে নিন ট্য়াটুর
জায়গায়, ছাতা ব্য়বহার করুন।
ট্য়াটু করার পর কিছুদিন পর্যন্ত
স্নানের সময়ে বাথটাব, গরম জল, বা সাঁতার এড়িয়ে চলাই ভাল। এ সময়ে সমুদ্রের
নোনা জল বা পুলের ক্লোরিন যুক্ত জল ট্য়াটুতে লাগলে বিভিন্ন সংক্রমণ হওয়ার
সম্ভাবনা থাকে। ট্য়াটু করার অন্তত ২০দিনের মধ্য়ে সমুদ্রের কাছাকাছি ছুটি
কাটানোর পরিকল্পনা না করাই ভাল, সমুদ্রের নোনা জলে বা বেশিক্ষণ জলে থাকলে
ট্য়াটু নষ্ট হয়ে ত্বকের ক্ষতি হতে পারে।
0 মন্তব্য