সাব্রুমের দৌলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক দুলাল দাশের বিরুদ্ধে মিথ্যা ও
পরিকল্পিত মামলা প্রত্যাহারের রাস্তায় নামল সমস্ত ছাত্র ছাত্রীরা। প্রধান
শিক্ষককে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে স্কুলে যোগদান করতে সাব্রুম-
দৌলবাড়ি সড়ক অবরোধ করল দৌলবাড়ি হাই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীরা। শনিবার
১২ টা থেকে পথ অবরোধে সামিল হয় তারা। এই অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে
পরে বহু যান বাহন। তীব্র গরমে অসুস্থতা বোধ করে বহু যাত্রী। যে কোন মূল্যে
সোমবার প্রধান শিক্ষককে স্কুলে দেখতে চান ছাত্র ছাত্রীরা। পরে সাব্রুম
থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় সড়ক।
0 মন্তব্যসমূহ