
নেশা মাফিয়াদের মদত সহ আরও একাধিক অভিযোগে
অভিযুক্ত পুলিশ অফিসার বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। রবিবার
গভীর রাতে খোয়াই থানা থেকে গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎকে। বিশ্বজিৎ দাস বিশালগড়
থানার সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিল। সেই সময় বিশ্বজিৎ বিশালগড় মাফিয়াদের নানাভাবে মদত দিয়ে যেত।
বিনিময়ে তাদের কাছ থেকে মোটা অংকের কমিশন বাগিয়ে নিয়ে যেতো এ কুখ্যাত পুলিশ
অফিসার। বিশালগড় এর কুখ্যাত নেশা মাফিয়া টিটু আহমেদের সাথে বিশ্বজিৎ দাসের
রয়েছে সরাসরি যোগাযোগ। ব্রাউনসুগার ফেন্সিডিল পাচারের সরাসরিভাবে সহযোগিতা
করতো পুলিশ অফিসার বিশ্বজিত্। অল্পকিছুদিনের কর্মরত জীবনেই ঘোষে রমরমা
হয়ে প্রচুর টাকার মালিক আজ বিশ্বজিৎ।
টিটু
আহমেদকে পুলিশ জেরা করে এসআই বিশ্বজিৎ দাসের
নেশা মাফিয়াদের সাথে যোগাযোগের সন্ধান পেয়েছিল। সোমবার তাকেঁ জালে জালে
তুলে বিশালঘড় থানার পুলিশ। জোর জিঞ্জাসাবাদ করা হয় বিশ্বজিত্কে। অনেক বছর যাবত্
তার নেশা মাফিয়াদের সাথে যোগাযোগ ছিল। ঘোষের টাকার ফুলে উঠেছিল এস,আই বিশ্বজীত্।
সোমবার তাকে খোয়াই আদালতে সোপর্দ করে পুলিশ।
0 মন্তব্যসমূহ