
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের নিরাপত্তার কাজে নিয়োজিত
সি আর পি এফ তুলে নিল প্রশাসন। এখন থেকে তিনি হাইস গার্ড পাবেন। রাজ্য
পুলিশের আর্ম গার্ড হাইস গার্ড হিসাবে দায়িত্ব প্রতিপালন করবে। একই সঙ্গে
পাবেন দেহরক্ষী। কোন কর্মসূচীতে যেতে চাইলে আগাম রাজ্য পুলিশকে এসকটের জন্য
আবেদন জানালে এসকটের ব্যবস্থা করবে প্রশাসন।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে
রবিবার রাতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল
রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের
বাসভবনে গিয়ে ওনার সঙ্গে দেখা করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার
কাজে নিয়োজিত সি আর পি এফ বাহিনী প্রত্যাহারের তিব্র বিরোধীতা করেন
প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল রায়। পরিকল্পিত ভাবে কংগ্রেসের বিরুদ্ধে
ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর বিরোধীতা করেন। মুখ্যমন্ত্রী ও
রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে আগামী দিনে কংগ্রেস দল যাবে বলে জানান
প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল রায়।
0 মন্তব্যসমূহ