রাজনৈতিক কাজ কর্মের পাশাপাশি সামাজিক কাজেও হাত দিয়েছে অমরপুর ব্লক
কংগ্রেস এবং সেবা দল। প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে সাতদিন ব্যাপী
সেবা দলের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার অমরপুর ব্লক কংগ্রেস এবং
গোমতি জেলা কংগ্রেস সেবা দলের উদ্দ্যোগে অমরপুরে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপন
অনুষ্ঠান। এদিন অমরপুর অমর সাগরের পশ্চিম পাড় থেকে শুরু হয় এই বৃক্ষরুপন
অনুষ্ঠান। অমর সাগরের পশ্চিম পাড় থেকে শুরু করে ফটিক সাগরের চার পাড় এবং
মহকুমার শহরতলীর বিভিন্ন রাস্তার পাশে চারা রোপন করা হয়। প্রায় 50 টি
বিভিন্ন গাছের চারা রোপন করেন কর্মীরা। এই বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন অমরপুর ব্লক কংগ্রেস সভাপতি দিনেষ বর্মন, জেলা সেবা দলের সভাপতি
কৃষ্ণা দেব, কংগ্রেস নেতা চঞ্চল দে, যুব কংগ্রেস সভাপতি পিন্টু সাহা সহ
অন্যান্যরা।
0 মন্তব্য