
রাতের অন্ধকারে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে
ফের একবার প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। শনিবার গভীর
রাতে রাজধানীর বুকে এক ব্যক্তিকে দুষ্কৃতিরা গুরুতর ভাবে আহত করে ফেলে রেখে যায়। পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে দমকল বাহিনীর কর্মীরা
আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায় প্রায় প্রতিদিন রাজধানীর জ্যাকশন
গেইট সংলগ্ন এলাকায় গভীর রাতে মদের আসর বসে। এই বিষয়ে পুলিশ একেবারে অবগত নয় তা কারো বিশ্বাস হবে
না। কিন্তু প্রায়
প্রতিদিন সেখানে গভীর রাত পর্যন্ত মদের আসর বসে। শনিবার সেখানে মদের আসর বসেছিল। এই আসর চলে গভীর রাত পর্যন্ত।
ঘটনাস্থলের সার্বিক চিত্র প্রত্যক্ষ করলে সহজেই অনুমান
করা যায় যে শনিবার রাতে জ্যাকশন গেইট এটিএম সংলগ্ন স্থানে বেশকিছু লোক মদের আসরে বসেছিল। আর সেই আসর গভীর রাত পর্যন্ত চলে। হয়তো এই মদের আসরে মাতালরা নিজেদের মধ্যে বচসায় লিপ্ত
হয়। সেই বচসা
পড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রুপ নেয়। বোধিষত্ব
দাস নামে এক ব্যক্তিকে গুরুতর ভাবে ঘায়েল করা হয়। রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল বোধিষত্ব। গভীর রাতে এই বিষয়ে জানতে পারে পুলিশ। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীকে
খবর দেয়। পরে দমকল
বাহিনীর কর্মীরা গুরুতর ভাবে আহত বোধিষত্ব দাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে
নিয়ে যায়।
আহত বোধিষত্ব
দাসের পেটে আগাতের চিহ্ন রয়েছে। ধরনা করা
হচ্ছে ভাঙ্গা মদের বোতল দিয়ে বোধিষত্ব দাসের পেটে আঘাত করা হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বোধিষত্ব দাস। তবে ঘটনার বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। এইদিকে যতটুকু জানা গেছে আহত বোধিষত্ব দাস এক বেসরকারি
ব্যঙ্কে ম্যানেজার হিসাবে কর্মরত।
0 মন্তব্যসমূহ