
পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল সায়ন রুদ্রপাল নামে এক শিশুর। ঘটনা
আমবাসার ডলুবাড়ি রাম ঠাকুর পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায় আমবাসা
টি.আর.টি.সি পাড়ার বাসিন্দা রতন রুদ্র পালের চার বছরের সন্তান সায়ন
রুদ্রপাল। জন্মলগ্ন থেকেই সায়ন ডলুবাড়ি রাম ঠাকুর পাড়ায় তার দাদুর
বাড়িতে থাকত। সায়ন মানসিক ভারসাম্যহীন ছিল ছোটবেলা থেকেই। কাউকে কিছু না
জানিয়ে প্রায় সময়ই বাড়ি থেকে বেরিয়ে যেত সে। গত শনিবার সকালে বাড়ি
থেকে নিখোঁজ হয়ে যায় সায়ন। পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজির পরও তাকে
পাওয়া যায়নি। পরবর্তী সময় আমবাসা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
সোমবার
সকালে ডলুবাড়ি রাম ঠাকুর পাড়ার বাসিন্দা হরলাল দাসের পুকুরের জলে সায়নের
মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে আমবাসা থানায় খবর
দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি পুকুরের জল থেকে উদ্ধার করে ধলাই
জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ