About Me

header ads

ত্রিপুরা মার্কফেডের নতুন কমিটি ঘটিত!

দি স্টেট কোপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ত্রিপুরা লিমিটেডের নব নির্বাচিত চেয়ারম্যান হলেন বিধায়ক কৃষ্ণধন দাস। শনিবার রাজধানীর বাধারঘাটস্থিত ত্রিপুরা মার্কফেডের প্রধান কার্যালয়ে মার্কফেডের নয়া চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়। একই সাথে মার্কফেডের নয়া কমিটির সকল সদস্য সদস্যাকে এইদিন স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।

ত্রিপুরা মার্কফেডের কর্মচারীদের পক্ষ থেকে এইদিন ত্রিপুরা মার্কফেডের নয়া চেয়ারম্যান সহ নব নির্বাচিত সদস্য সদস্যাদের হাতে ফুলের তোরা তুলে দিয়ে ও তাদেরকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। সাংসদ প্রতিমা ভৌমিক সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান ত্রিপুরা মার্কফেড একটি লাভজনক সংস্থা। তিনি ত্রিপুরা মার্কফেডের শ্রীবৃদ্ধি কামনা করেন। ইচ্ছা থাকলে ত্রিপুরা মার্কফেড দিয়ে কর্মসংস্থানও করা যাবে। এমনকি অনেক টাকা লাভ হবে বলেও জানান সাংসদ প্রতিমা ভৌমিক। ত্রিপুরা মার্কফেডের মাধ্যমে মানুষ অনেক সুবিধা পাবে বলেও আশা প্রকাশ করেন সাংসদ প্রতিমা ভৌমিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ