About Me

header ads

রাজ্যে সূচনা হলো জাতীয় কৃমি নাশক দিবস!

প্রতি বছরের ন্যায় এই বৎসরও রাজ্যে পালিত হলো জাতীয় কৃমি নাশক দিবস। বুধবার রাজ্যভিত্তিক কৃমিনাশক দিবসের মূল অনুষ্ঠানটি হয় গোমতি জেলার কিল্লার গুণপদ মেমোরিয়াল  হলে। বিশেষ কারনে রাজ্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বহিরাজ্যে থাকায় , রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্যটন, কৃষি ও পরিবহন  মন্ত্রী প্রণজীত সিংহ রায়। এইদিনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক রামপদ জমাতিয়া। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম ডি সি জয়কিশোর জমাতিয়া, মহাকুমা শাসক অনিরুদ্ধ রায় , সাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের সচিব ড: দেবাশিষ বসু , সাস্থ্য অধিকর্তা ড: পি কে মজুমদার সহ জাতীয় সাস্থ্য মিশনের আধিকারিক ও গোমতি জেলার সাস্থ্য আধিকারিকরা।

অনুষ্ঠানে পাঁচজন শিশুকে কৃমিনাশক ঔষধ খাইয়ে সূচনা করেন অতিথিরা।  এই দিনের অনুষ্ঠানে এক থেকে ঊনিশ বছরের ছেলে মেয়েদের এই ঔষধ খাওয়ার জন্য ও তার গুরত্ব তুলে ধরে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। মানব সম্পদ রক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই রাজ্যেও কৃমিনাশক ওষুধ খাইয়ে এই রোগ দুরি করনের উদ্যোগকে সফল করে তুলতে হবে। গ্রামীন এলাকা গুলিতে এর প্রচার ও ব্যাপকতার মাধ্যমে সাফল্য আনার আহবান জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ