মঙ্গলবার সকাল ৮ টায় পরিবারের সদস্যরা নাবালিকাকে বাড়িতে রেখে কাজের
উদ্দেশ্য বেড়িয়ে যায়। সেই সময় নাবালিকা গৃহ কাজ করছিল ঘরে। ঘরের সামনের
দরজা বন্ধ ছিল।
অভিযোগ বারিতে নাবালিকার একাকীত্বের সুযোগ নিয়ে পাশের
বাড়ির সম্পর্কের দাদু অজয় দাস ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে। পরে
নাবালিকা মেয়েটির মুখে চাপা দিয়ে তাকে ধর্ষণ করে। 9 বছরের নাবালিকা
মেয়েটি কৌশলে চিৎকার শুরু করে। বিষয়টি নাবালিকার মামী দেখতে পায়। অবস্থা
বেগতিক দেখে অভিযুক্ত বৃদ্ধ ঘটনাস্থল ছেরে পালিয়ে যায়।
এই ঘটনার খবর চাউর
হতেই গ্রামে চাপা ঊত্তেজনা দেখা দেয়। গ্রামবাসীরা তাকে আটক করে। পরবর্তী
সময়ে অভিযুক্ত অজয় দাসকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই ঘটনায় খোয়াই
থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা খোয়াই
থানাধীন পূর্ব গনকী এলাকার।
0 মন্তব্যসমূহ