
একদিকে চিদাম্বরমের গ্রেফতারি নিয়ে যখন শোরগোল গোটা দেশ, ঠিক সেই আবহে
গ্রেফতারি থেকে খানিকটা স্বস্তি পেলেন আরেক কংগ্রেস নেতা শশী থারুর।
বৃহস্পতিবার কংগ্রেস সাংসদের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা
হাইকোর্ট। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে
জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আগামী ২৪ সেপ্টেম্বর এ
মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ‘হিন্দু-পাকিস্তান’ নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস সাংসদ শশী
থারুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী সুমিত চৌধুরি। সেই মামলায় গত ১৩
অগাস্ট তিরুঅনন্তপুরমের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল
কলকাতার ব্যাঙ্কশাল আদালত। সেই মামলাতেই গ্রেফতারি থেকে খানিকটা রেহাই
পেলেন কংগ্রেস নেতা শশী থারুর।
এর আগে আইনজীবী সুমিত
চৌধুরি বলেছিলেন, ‘‘হিন্দু পাকিস্তান মন্তব্যের জেরে গত বছর জুলাইয়ে শশী
থারুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম। গত বছর অগাস্টে ওঁর আইনজীবী আদালতে
হাজিরা দিয়েছিলেন। আজ আদালতে থারুর বা ওঁর আইনজীবী, কেউই আসেননি। সে
কারণেই ওঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল’’।
0 মন্তব্যসমূহ