About Me

header ads

উজ্জয়ন্ত প্রাসাদের বাহারী আলোক মালার উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ!

আগরতলা শহরকে স্মার্ট সিটি বানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যে সরকার। ইতিমধ্যে বেশ কাজ শুরু হয়ে গেছে শহর জুড়ে। এর পাশাপাশি শহর আগরতলাকে পর্যটকদের কাছে আরো প্রানবন্ত করে তুলে ধরতে বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। শহরের পর্যটন স্থান গুলিকে সাজিয়ে তোলার প্রক্রিয়া চলছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার শহর আগরতলার প্রধান আকর্ষণ স্থল উজ্জয়ন্ত প্রাসাদের সামনের সুদৃশ্য বাগানেও বাহারী আলোক মালায় সাজিয়ে তোলা হয়। যাতে করে পর্যটকদের কাছে এর গ্রহন যোগ্যতা আরো বাড়বে।

এই উদ্যেগের সূচনা করে মন্ত্রী রতন লাল নাথ বলেন এদিন থেকে রাত ৯ টা পর্যন্ত মিউজিয়ামের বাইরের পার্ক জনসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে। ঐতিহ্য ও সংস্কৃতির মিলন কেন্দ্র এটি। ১৯টি জনজাতি গোষ্টির সংস্কৃতি সহ রাজন্য শাসনের ৬০০ বছরের ইতিহাস এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। ১৯৭০ সালে এই মিউজিয়ামে অন্যত্র ছিল। ২০১৩ সালে স্থানান্তরিত হয়। ১৯৭২ থেকে ২০১২ সালে এই প্রাসাদে বিধানসভা ছিল। এখনো পর্যন্ত ১০ লক্ষ ৯০ হাজার দর্শনার্থী মিউজিয়ামে ঘুরে দেখেছেন বলে জানান তিনি। এছাড়া আরো ৫৫ হাজার ছাত্রছাত্রী এটা ঘুরে দেখেছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ