বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজার সব্জি ব্যবসায়ী সমিতির উদ্যোগে পলিব্যাগ
বর্জনের অঙ্গিকার নেওয়া হয়। সেই মোতাবেক বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন দোকান
থেকে পলিব্যাগ সংগ্রহ করে এনে তা নষ্ট করে দেন । যাতে পরিবেশ দূষণ মুক্ত
রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহারাজগঞ্জ বাজারে ২৯ টি স্রেনি সমিতি আছে।
তার মধ্যে অন্যতম সব্জি ব্যবসায়ী সমিতি।
তবে আগামী দিনে সমস্ত সমিতি যদি এই
বিষয়ে এগিয়ে আসে তবে মহারাজগঞ্জ বাজারকে পলি ব্যাগ মুক্ত করা সম্ভব বলে
জানান মহারাজগঞ্জ বাজার সব্জি ব্যবসায়ী সমিতি কর্তৃপক্ষ । আগামী দিনে
অন্যান্য বাজার এই পথ অনুসরণ করে রাজ্যকে পলি ব্যাগ মুক্ত ত্রিপুরা গড়া
সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন সমিতির সদস্যরা। তবে পরবর্তী সময়ে ক্রেতাদের
সুবিধার্থে নির্ধারিত মূল্যে ব্যাগ দেওয়া হবে বিক্রেতাদের পক্ষ থেকে । এই
কথাও জানান তারা।
0 মন্তব্যসমূহ