ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধর্মনগর রেলগেট সংলগ্ন জিআরপিএফ-এর
কোয়ার্টার। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে SI নন্দলাল বৈদ্য
কোয়ার্টারে রান্না করছিল। তার অল্পকিছু পর দেখা যায় পুরো ঘর থেকে আগুন
বের হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারে কোন ত্রুটির
কারণেই এই আগুনের সূত্রপাত।
খবর যায় ধর্মনগর দমকল অফিসে। ঘটনাস্থলে হাজির
হয় দমকলের দুটি ইঞ্জিন। কিন্তু নিমিষের মধ্যেই আগুনের লেলিহান শিখায়
গ্রাস করে পুরো কোয়ার্টারটি কমপ্লেক্স। এই কোয়ার্টার কমপ্লেক্সে থাকা
জিআরপিএফের ওসি সৌমেন সরকার সহ ৫-৬ জন পুলিশকর্মী কোয়ার্টার থেকে বেরিয়ে
আসলেও কোন জিনিসপত্র কোয়াটার থেকে বার করতে পারেননি কেউই। জানা গেছে একটি
মোটরসাইকেলসহ ক্ষয়ক্ষতির পরিমাণ চার থেকে পাঁচ লাখ টাকা । অগ্নিকাণ্ডে
হতাহতের কোন খবর নেই । তদন্তে নেমেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ