
কাঞ্চনপুর থানার পাশে ঢিল চূড়া দূরত্বে এক যুবকের মৃত্যু l এটা খুন নাকি
আত্মহত্যা এনিয়ে পুলিশ দ্বন্দে রয়েছে l মৃতার স্ত্রীর অভিযোগ তার স্বামীকে
খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে l ঘটনা সোমবার রাত আনুমানিক দশটায় l মৃত যুবকের
নাম সুশীল মালাকার l পেশায় দিন মজুর l বাড়ি জয়শ্রী মালাকার বস্তি l
কাঞ্চনপুর রবীন্দ্রনগর ভিলেজে ভাড়া থাকে l মৃতের পরিবারে স্ত্রী পুত্র ও
বিধবা মা রয়েছে l তার মৃত দেহ কাঞ্চনপুর থানার পাশে ঢিল চূড়া দূরত্বে রিতা
নাথের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্বার করে l রিতা নাথ চিত্ত রঞ্জন
চাকমার বাড়িতে ভাড়া থাকে l রিতা নাথের উড়না দিয়ে গলায় বাধা এবং ঝুলানো
অবস্থায় তার ঘর থেকে পুলিশ মৃত দেহ উদ্বার করে l রিতা নিজেই তার মৃত্যুর
খবর পুলিশকে দেন l মৃত দেহ উদ্বার করে পুলিশ রিতাকে আটক করে জিজ্ঞাসাবাদ
করছে l
মঙ্গলবার দুপুরে মৃত দেহ ময়না তদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেয়
পুলিশ l ওই সময় মৃতার স্ত্রী শিল্পী মালাকার কাঞ্চনপুর হাসপাতালের সামনে
চিৎকার দিয়ে বলেন ,আমার স্বামীকে খুন করেছে রিতা নাথ l ওই মহিলার সংগে আমার
স্বামীর অবৈধ সম্পর্ক ছিল l ওই মহিলাকে কত বার বলেছি আমার সংসার ভেঙোনা l
আমার পরিবারে আগুন দিওনা l আমি প্রতিবাদ করলেই আমাকে মারধর করে l ওই মহিলা
গতকাল সকালে ফোনে হুমকি দিয়েছিল স্বামীর ভাত তোকে খাওয়াব l এখন দেখার বিষয়
পুলিশি তদন্তে কি আসে?
0 মন্তব্যসমূহ