
১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩
সেপ্টেম্বর। এই উপ নির্বাচনে শুক্রবার বামপ্রার্থীর নাম ঘোষণা করা হয়।
মেলারমাঠের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ১৪ বাধারঘাট বিধানসভা
কেন্দ্রের উপ নির্বাচন বাম প্রার্থীর নাম ঘোষণা করেন চেয়ারম্যান বিজন ধর।
বাম প্রার্থী হলেন বুলটি বিশ্বাস। বর্তমানে পুর নিগমের কাউন্সিলার। একই
সঙ্গে মেয়র ইন কাউন্সিলের সদস্যা।
অবাধ ও শান্তি পূর্ণ নির্বাচন করার দাবি
জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর। তবে এই বার শরিক দলের উপর আর আস্থা
রাখতে পারেনি সিপিএম। তাই এই আসনে সিপিএম থেকেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত
নেওয়া হয়। গোটা রাজ্যে পায়েরতলার মাটি সরে গিয়ে ডাক বাস্কে পরিণত হওয়া
সিপিএম নতুন মুখ খুঁজে না পেয়ে পুরনো কর্মীর উপরই দায়িত্ব তুলে দিল।
অন্যদিকে দলের আস্থা অর্জন করতে পারল না বাধারঘাটের সেই গর্জমান নারী
নেত্রী। তাঁর কারনে যে বাধারঘাটের মানুষ বীতশ্রদ্ধ তা কান পাতলেই শোনা
যায়। এই অবস্থায় উপ নির্বাচনে শেষ পর্যন্ত টেকে থাকতে পারে কিনা
বামপ্রার্থী সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
0 মন্তব্যসমূহ