বিগত ৪ মাস পর্যন্ত বিনা পারিশ্রমিকে জেলা হাসপাতালে কাজ করছেন অবসর
প্রাপ্ত এক কর্মী। শান্তির বাজার দক্ষিন ত্রিপুরা জেলাহাসপাতের কর্তব্যরত
রেখারানী দাস নামে এক জি ডি এ কর্মী গত মার্চ মাসে অবসরপ্রাপ্ত হন। চাকুরি
থেকে অবসরপ্রাপ্ত হবার পরও বিনা পারিশ্রমিকে ৪ মাস যাবৎ হাসপাতালের কাজে
নিজেকে নিযুক্ত রেখেছেন রেখারানী দাস। তার এই উদার মানসিকতার সাধুবাদ
জানিয়েছেন জেলাহাপাতালের এম এস জে এস রিয়াং ও অন্যান্য নার্সরা। রেখারানী
দাস প্রতিনিয়ত আগের মতো ডিউটি করে চলছেন। যেই দিন তার নাইট ডিউটি থাকে
সেই দিন তিনি নাইট ডিউটি করে থাকেন। দিনের বেলায়ও ডিউটি করেন।
রেখারানী
দাসের এই ধরনের উদার মানসিকতার জন্য সাধুবাদ জানিয়েছে এম এস। এম এস জে এস
রিয়াং জানান শান্তির বাজার জেলাহাসপাতালে কর্মী সল্পতা রয়েছে। এখন
রেখারানী দাস এইভাবে পরিষেবা প্রদান করাতে কিছুটা স্বস্তিবোধ করছেন। এইদিকে রেখা রানী দাসের সঙ্গে কথা বলে জানা যায় তার কাছে এই কাজটা খুব ভালো
লাগে। তাই চাকুরিজীবন থেকে অবসরপ্রাপ্ত হবার পরও তিনি বিনা পারিশ্রমিকে
কাজ করার সিদান্ত নেন। তিনি সংবাদমাধ্যমের সামনে এও জানান সকলে চাকুরিজীবন
থেকে অবসর হবার পর যেন এই ধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসেন।
0 মন্তব্যসমূহ