
বাম আমলে ঘটে যাওয়া একাধিক দুর্নীতির বিষয় ক্রমশ প্রকাশ্যে আসছে। এই ক্ষেত্রে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ জারি রেখেছে ক্রাইমব্রাঞ্চ।
সোমবার এই ধরনের দুর্নীতি মামলায় এ ডি নগর সি আই ডি দপ্তরে সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হয় প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীকে। এদিন ক্রাইম ব্রাঞ্চের এক বিশেষ দল প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায়। বেশ কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চালায় আই জি- জি কে রাও, ক্রাইম ব্রাঞ্চের এস পি মানিক দাস, এস ডি পি ও- সৌরভ সেন। বেশ কিছু বিষয়ে অংগতি পাওয়া যায় বলে সূত্রের খবর। মূলত উড়াল পুল নির্মাণ নিয়ে আর্থিক অনিয়মের পরিপ্রেক্ষিতে মামলা
0 মন্তব্যসমূহ