
হাইকোর্টের নির্দেশে বন্ধ করা হয়েছে ইট ভাট্টা গুলি। যার মূল কারণ ছিল
পরিবেশ দূষণ সংক্রান্ত শংসা পত্র তাদের কাছে ছিল না। এই শংসাপত্র ছাড়া যাতে
কোন ইট ভাট্টা না চালানো হয় তার কড়া বার্তা দেওয়া হয়েছে। এর জন্য যা যা
ব্যবস্থা করা উচিৎ তা করা হয়েছে। সেই ব্যবস্থা গুলি যাতে সময়ের কাজ করে এবং
নতুন মরশুমে যাতে পরিবেশ দূষণ সংক্রান্ত শংসা পত্র নিয়ে ইট ভাট্টা গুলি
চালু হতে পারে তার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময় থেকে এই ইট ভাট্টা গুলি
চালানো যাবে বলে জানান ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান।
৩৫০
টি ইট ভাট্টা গুলিকে বন্ধের নোটিশ দেওয়া হয়। তাদের প্রতিনিধিদের নিয়ে
শুক্রবার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এই সভায় কি কি
করনীয় সে সম্পর্কে অবগত করা হয়। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে
হয় এই আলোচনা সভা।
0 মন্তব্যসমূহ