
রাজধানীর
কলেজটিলাস্থিত বিবেকানন্দ সংঘ সারা বছরই নানান সামাজিক কর্মসূচী পালন করে থাকে। তারই অঙ্গ হিসাবে রবিবার আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান
ও বিবাহ নিবন্ধিকরন শিবির। প্রদীপ প্রজ্জলনের
মধ্যদিয়ে এই শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
শিবিরের সূচনা করে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী
বলেন প্রত্যেকটি মহিলার সাথে ন্যায় করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যবস্থাকে সহজতর করে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে
দেওয়া পারদর্শী সরকারের পরিচয়। নরেন্দ্রমোদী
দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সবকিছুকে সহজতর করে দিয়েছেন। যার উদাহরণ মুদ্রা ঋণ। কিন্তু এখনো ব্যঙ্ক গুলির অভ্যন্তরে এখনো ইংরেজ জামানার
মানসিকতা সম্পন্ন লোক রয়েছে। ফলে মানুষকে
মুদ্রা ঋণের জন্য ব্যঙ্কে গিয়ে হয়রানি হতে হয়। তিন তালাক বিল লোকসভা ও রাজ্য সভায় পাশ করাতে
৭২ বছর লেগে গেছে। তাও নরেন্দ্র
মোদীকে করতে হয়েছে। দীর্ঘদিন
ধরে দেশের এবং রাজ্যের ক্ষমতায় ছিল তারা বলতো সবাই সমান। কিন্তু তারা কেউ তিন তালাক নিয়ে ভাবে নি বলে অভিযোগ
করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরও
বলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তোষণ করেন নি। ভোটের কথা ভাবেননি। মুখ্যমন্ত্রী
বিপ্লব কুমার দেব আরও বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার ফলে ক্রেডিট রেশিও বৃদ্ধি
পেয়েছে। আর এই ক্রেডিট
রেশিও বৃদ্ধির ফলে মানুষ ঋণ বেশি পেয়েছে। তবে এখনো ব্যঙ্ক সঠিক ভাবে ছোট ঋণ দিচ্ছে না।
শিবিরের
উদ্ধোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন খাদি ও গ্রামোন্নয়ন
পর্ষদের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ব্যাপক
উৎসাহ পরিলক্ষিত হয়। পাশাপাশি
উপস্থিত অতিথিরা দম্পতিদের হাতে বিবাহ নিবন্ধিকরনের শংসাপত্র তুলে দেন। শিবিরে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
0 মন্তব্যসমূহ