২০১৭ সালের ২৫ মার্চ ধর্মনগরে ঘটে গিয়েছিল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বিনা দে
নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর পুলিস অভিযুক্ত রজত
তাঁতিকে আটক করে। তারপর ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শুরু হয় বিচার
প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে এই মামলার বিচার প্রক্রিয়া চলে উত্তর ত্রিপুরার
জেলা ও দায়রা আদালতে। বুধবার ছিল মামলার চুরান্ত শুনানি।
এইদিন বিনা দে
হত্যা মামলার চূড়ান্ত শুনানি শেষে উত্তর ত্রিপুরার জেলা ও দায়রা বিচারক
গৌতম সরকার অভিযুক্ত রজত তাঁতিকে দোষী সাব্যস্ত করেন। তবে এইদিন রজত তাঁতির
সাজা ঘোষণা করা হয়নি। ৩১ আগষ্ট রজত তাঁতির সাজা ঘোষণা করা হবে। রজত
তাঁতিকে দোষী সাব্যস্ত করায় কিছুটা খুসি মৃত বিনা দে-এর অসহায় মা-বাবা।
তারা অভিযুক্তর ফাঁসির দাবি জানান। আদালত এইদিন রজত তাঁতিকে দোষী সাব্যস্ত
করায় খুসি ধর্মনগর মহকুমার মানুষ।
0 মন্তব্যসমূহ