১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার 41 অম্পি বিধানসভার ব্লক কংগ্রেসের
উদ্যোগে অমরপুর মহকুমা শাসক বিজয় সিনহা কাছে এক ডেপুটেশান প্রদান করা হয়।
এই ১৮ দফা দাবির মধ্যে মুখ্য অম্পি ব্লক এলাকায় যে কোন একটি কলেজ স্থাপন
করা, অম্পি ব্লক এলাকার বিভিন্ন রাস্তাঘাট খানাখন্দে পরিপূর্ন-এগুলিকে
সারাই করা, নারিদের উপর অত্যাচার করে অনেক অপরাধী দিনের আলোয় ঘোড়াফেরা
করছে- তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা সহ বেশ কিছু গুরুত্ব পূর্ন বিষয়ে
নিয়ে এই ডেপুটেসান প্রদান।
ডেপুটেসান প্রদানের আগে নেতাজী কর্নার এলাকায়
মিছিল করে ব্লক কংগ্রেস। পরে মহকুমা শাসকের কাছে 9 জনের প্রতিনিধী দল
দাবি সনদ তুলে দেন। উপস্তিত ছিলেন ব্লক কংগ্রেসের নেতা সদাগর কলই, সুভাস
দেববর্মা, সুমন ইসলাম সহ অন্যান্য দলিয় কর্মীরা।
0 মন্তব্যসমূহ