গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আমবাসা থানার পুলিশ TR01 AV 6296
নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 20 হাজার ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করে। আসাম- আগরতলা জাতীয় সড়কের আমবাসা সাধুটিলা সংলগ্ন এলাকায়
গাড়িটিকে আটক করে আমবাসা থানার পুলিশ। তিন যুবকের কথায় অসংলগ্নতা
পাওয়ায় গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি
প্যাকেট থেকে এই নেশার সামগ্রী গুলি উদ্ধার করা হয়। ধৃত তিন যুবকের নাম
নিজাম, জসিম, শাজাহান। তাদের বাড়ি সোনামুড়া এলাকায়।
উদ্ধারকৃত নেশা
সামগ্রীর বাজার মূল্য প্রায় 40 লক্ষাধিক টাকা। এক সাক্ষাৎকারে মহকুমা
পুলিশ আধিকারিক আশিস দাস গুপ্ত জানান গাড়িতে তল্লাশি চালিয়ে 20 হাজারের
মতো ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সাথে তিন জনকে আটক করা হয়েছে। তাদের
জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ।
0 মন্তব্যসমূহ