About Me

header ads

জব্দ দুই লক্ষাধিক টাকাসহ বহু ব্রাউন সুগার!

নেশাবিরোধী অভিযানে অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার আসাম রাইফেলস-এর ২৯ নম্বর ব্যাটালিয়ন এবং পুলিশ স্থানীয় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করেছে ব্রাউন সুগারসহ ২ লক্ষাধিক টাকা। অবৈধ মাদকব্যবসায়ী গৃহকর্তা শাহিন আহমেদকে আটক করেছে পুলিশ।

গোপন সূত্রের ওপর ভিত্তি করে অসম রাইফেলস-এর ২৯ নম্বর ব্যাটালিয়নের কয়েকজন সশস্ত্র জওয়ান শাহিনের বাড়িতে অভিযান চালিয়েছিলেন।

শাহিনের সঙ্গে আরো কয়েকজন কারবারি ছিল বাড়িতে। কিন্তু প্রতিবারের ঘটনার মতোই এবারও তারা পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশের নাকের ডগা দিয়ে।

পুলিশ অফিসার অপু দাস জানিয়েছেন, মাদক সংক্রান্ত ঘটনায় কদমতলা থানায় কে‌ডিএল / পিএস ৪৭/১৯ নম্বরে এনডিপিএস ৮/২২‌বি ধারায় মামলা রুজু করে ধৃত শাহিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার শাহিনকে ধর্মনগর আদালতে তোলার পর শ্রীঘরে পাঠানো হয়েছে।

জনসাধারণের একটাই প্রশ্ন, “চোর, মাদক ব্যবসায়ীদের পাকড়াও তো করা হচ্ছে মাঝে মাঝে, কিন্তু ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথানুযায়ী মাদক মুক্ত হচ্ছে না কেন? এর জবাব কে দেবে”?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ