
গোপন সূত্রে খবর পেয়ে উত্তর জেলা এসপি ভানু পদ চক্রবর্তীর নেতৃত্বে
পনিসাগর থানার এসডিপিও অভিজিৎ দাস সহ পনিসাগর থানার পুলিশ তিন মাদক
ব্যবসায়ী কে জালে তুলে পানিসাগর এলাকার রামনগর থেকে।
ধৃতরা হল মলয় দাস
(৩৩), নজরুল ইসলাম (৪৫), আলতাব উদ্দিন (৪৩)। এদের তিন জনকে আটক করে তাদের
কাছ থেকে ৮000 হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ইয়াবা ট্যাবলেট গুলোর
আনুমানিক বাজার মূল্য ত্রিশ লক্ষ টাকা হতে পারে ধারনা পুলিশের। তাদের কে
আটক করে পনিসাগর থানায় নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে জড়িত আরো কিছু নাম
বেরিয়ে আসবে আশাবাদী পুলিশ।
0 মন্তব্যসমূহ