About Me

header ads

শিলছড়া ঝর্ণার বেহাল দশা, ভোগান্তির শিকার পর্যটকরা!

অবিভক্ত উত্তর জেলার পেঁচারথলের শিলছড়া ঝর্ণার সৌন্দর্য রাজ্য বাসীর কাছে  তুলে ধরা হয়েছিল। প্রাকৃতিক সৌন্দর্য আর পাখিদের কলরবের মধ্যে সবুজ পাহাড়ে বেষ্টিত এই সুন্দর জায়গাটি একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসাবে আগামী দিনে গড়ে উঠতে পারে।

এই  সংবাদ প্রকাশ হবার পর রাজ্য ও  বহি রাজ্যের ভ্রমণ পিপাসুরা পেচারথলের শীল ছড়ায় ছুটে গিয়ে এই মনোরম দৃশ্য উপভোগ করেছেন। প্রতিদিন বাড়ছে পর্যটকদের ভীড়। তবে রাস্তাঘাটের বেহাল দশার কারণে পর্যটকরা কিছুটা অসুবিধায় পড়েছেন। এই পর্যটন ক্ষেত্র নিয়ে মন্ত্রী সান্তনা চাকমা জানান পরিকাঠামোর অভাব রয়েছে। এই স্থানগুলি নিয়ে সরকার চিন্তা করছে। বড় কিছু করার পরিকল্পনা রয়েছে।

রাজ্য সরকার ও পর্যটন দপ্তর এবং মন্ত্রী নিজে উদ্যোগ নিলে পেঁচারথলের শিলছড়া ঝর্ণা হতে পারে একটি আদর্শ পর্যটন কেন্দ্র। শুধু শিলছড়ার ঝরনা নয় আরো বহু সুন্দর সুন্দর স্থান রয়েছে পেঁচারথলে। সেগুলির দিকে নজর দিলে আখেরে লাভবান হবেন  স্থানীয় বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ