৬ জুন গভীর রাতে বিশালগড় থনার অন্তর্গত সিপাহীজলা নৌকা - ঘাট সংলগ্ন এলাকা
থেকে উদয়পুরের বাসিন্দা প্রসেনজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। জঙ্গলের
অভ্যন্তরে একটি মারুতি ভ্যান থেকে প্রসেনজিৎ সরকারের রক্তাক্ত মৃতদেহ
উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পরই প্রসেনজিৎ সরকারের মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি
হয়।
এই ঘটনার প্রায় এক মাস পর সোমবার মৃত প্রসেনজিৎ সরকারের স্ত্রী
সাবিত্রী দাস সরকার ৫ বছরের কন্যাকে সাথে নিয়ে স্বামীর মৃত্যুর রহস্য
উন্মোচনের দাবিতে বিশালগড় থানার দ্বারস্থ হন। এইদিন সাবিত্রী দাস সরকার
অভিযোগ করেন ওনার স্বামীকে খুন করে দুর্ঘটনার রুপ দেওয়া হয়েছে খুনের প্রমান
লোপাটের জন্য। তাই তিনি এইদিন স্বামীর খুনিদের শনাক্ত করে দৃষ্টান্ত মূলক
শাস্তি প্রদানের দাবি জানান।
0 মন্তব্যসমূহ