
সোমবার রাতের ভারি বর্ষণ ও মঙ্গলবার সকালের বর্ষণের ফলে দক্ষিণ জেলার
বেশকিছু এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে শান্তিরবাজার
মহকুমার অন্তর্গত লক্ষীছাড়া, বেতাগা ও বাইখোড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন
হয়ে পড়েছে ।বহু বাড়িঘরে জল ঢুকে পড়েছে। থোংগিয় চৌধুরী পাড়ার মানুষ গৃহ
বন্দি হয়ে পড়েছে। কারন এলাকা জলমগ্ন হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার
বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং বন্যা কবলিত এলাকা পরিদর্শনে
যান। কথা বলেন বন্যা দুর্গতদের সাথে। খালি পায়ে হাঁটু সমান জলের মধ্য দিয়ে
পায়ে হেঁটে বন্যা দুর্গতদের কাছে ছুটে যান বিধায়ক প্রমোদ রিয়াং। বন্যা
দুর্গতরা বিধায়ককে পাশে পেয়ে নিজেদের সমস্যার কথা জানায়। পাশাপাশি সরকারি
সাহায্যের আর্জি জানায়। বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার মহকুমার মহকুমা
শাসক এবং বকাফা ব্লকের বিডিও কে বন্যা কবলিত এলাকা গুলি পরিদর্শন করে দ্রুত
ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন। লক্ষ্মীছাড়া এলাকার একটি হোস্টেলও
জলমগ্ন হয়ে পড়ে। এই হোস্টেলে থাকা ৪০ জন ছাত্রছাত্রীকে উদ্ধার করে
লক্ষীছাড়ার একটি স্কুলে নিয়ে যাওয়া হয়। এছাড়াও যাদের বাড়িঘর জলমগ্ন
হয়ে পড়েছে তাদেরকে উদ্ধার করে অস্থায়ি ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার কাজ
চলছে।
0 মন্তব্যসমূহ