About Me

header ads

অর্থনীতির হাল ফেরাতে বেসরকারি বিনিয়োগে মরিয়া কেন্দ্র!

দেশের অর্থনীতির হাল ফেরাতে বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগের ওপর জোর দিতে চলেছে কেন্দ্র। সেই লক্ষ্যে আসন্ন বাজেটে বিনিয়োগকারী সংস্থাগুলোকে করছাড়ও দিতে পারে কেন্দ্র। কর্মসংস্থানকারী বেসরকারি সংস্থাগুলোও পেতে পারে বাড়তি ইনসেন্টিভ।

সূত্রের খবর, দেশের চাকরির বাজারে মন্দা কাটাতে মরিয়া কেন্দ্র। সে কারণেই বেসরকারি সংস্থার বিনিয়োগের দিকেই তাকিয়ে রয়েছে সরকার।

আসন্ন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সামনে দুটি চ্যালেঞ্জ। এক, দেশের অর্থনীতির বৃদ্ধির হার বাড়ানো। দুই, বেসরকারি বিনিয়োগের ওপর জোর দেওয়া। সরকারি বিনিয়োগে ঘাটতি থাকবে, সে কথা মাথায় রেখেই বেসরকারি বিনিয়োগে উৎসাহ দিতে হবে কেন্দ্রকে। স্বভাবতই বিনয়োগকারী সংস্থাকে কর ছাড় বা বাড়তি ইনসেন্টিভ দিতেই হবে।
 
অর্থনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, বিগত পাঁচ বছরে বেসরকারি বিনিয়োগের হার কম থাকায় কর্পোরেট সংস্থাগুলির কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করাও একটা চ্যালেঞ্জ।
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক আধিকারিকের কথায়, “বিনিয়োগের জন্য দু পক্ষের মধ্যে যে বিশ্বাস গড়ে ওঠা দরকার, এই মুহূর্তে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে তা নেই। অবিলম্বে সেই বিশ্বাস গড়ে ওঠা দরকার। এখনকার যা পরিস্থিতি, তাতে কতগুলো কর্পোরেট সংস্থা এ দেশে বিনিয়োগ করতে চাইবে, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে”।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ