অজ্ঞাত পরিচয় ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায় রাজধানীর মেলারমাঠ এলাকায়। জানা যায়
মঙ্গলবার সকালে মেলারমাঠ কালি বাড়ি সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ের এক গলি পথে
ব্যাগটি পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। কিন্তু বেলা বারার পড়ও একই
স্থানে ব্যাগটি পড়ে থাকায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। সেই মোতাবেক
খবর পেয়ে ছুটে যায় পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যাগটিতে তল্লাশি চালায়। ব্যাগের
থেকে উদ্ধার হয় ৫ টি ব্যাঙ্কের পাস বই, দুটি রেশন কার্ড ও একটি এ টি এম
কার্ড । উদ্ধার হয় নগদ সাড়ে চার হাজার টাকা এবং কিছু নথী পত্র । প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই ব্যাগটি আমতলি নিবাসী হেনা চৌধুরীর। তবে কিভাবে এই
জায়গায় এসে পৌঁছুল ব্যাগটি তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
0 মন্তব্যসমূহ