About Me

header ads

আগরতলা থেকে আটক দুই রোহিঙ্গা যুবক!

ফের দুই রোহিঙ্গা যুবক আটক ত্রিপুরায়। তবে, পুলিশের তৎপরতায় নয় এবার স্থানীয় মানুষের সাহায্যে দুই রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয় আগরতলার বটতলা ফাঁড়ি থানার পুলিশ।

জানা গেছে, সোমবার আগরতলার পার্শ্ববর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া জয়পুর এলাকার বাসিন্দারা দুই যুবককে দেখতে পান। ওই দুই যুবকের সঙ্গে স্থানীয়রা কথাবার্তা বললে অসংলগ্নতা ধরা পড়ে। স্থানীয়রা জানান, অপরিচিত লোক দেখে তাদের প্রথমে সন্দেহ জাগে। একসময়ে ওই যুবক কোথা থেকে এসেছে তা জানতে চাইলে প্রথমে বলে যে তারা হায়দরাবাদ থেকে এসেছে। কিন্তু তাদের কথাবার্তার ধরণ শুনেই এলাকাবাসীর সন্দেহ হয়।

পরে এই সন্দেহভাজনেই এলাকাবাসীরা তাদেরকে জেরা করলে আসল সত্য বেরিয়ে আসে।
 
ওই দুই যুবক জানায়, তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে, তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল, তারা তাদের ফেলে চলে গিয়েছে। তাদের বাড়ি মায়ান্মারের রাখাইন প্রদেশে। সেখানে দাঙ্গার কারণে তারা বাংলাদেশে এসেছিল বলেও জানায়।

ধৃতরা আরও জানায়, তারা দালালের মাধ্যমে টাকা দিয়ে সীমান্ত পেরিয়েছে। এদের এই কথাবর্তা শুনে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ জয়পুর থেকে তাদের ধরে বটতলা ফাঁড়ি থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তাদের একজনের নাম মহম্মদ সালাম এবং অন্যজনের নাম জাহাঙ্গির আলম।

তারা কীভাবে ও কী উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আগরতলায় পালিয়ে এসেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ